মন বোঝে না কোনো বারণ, বুঝতে অপার কার্য কারণ,
সে চায় কেবল মনের মানুষ, আপন করে নিতে |
আমরা তাকে বেধেই রাখি, সবের মাঝে মনকে ফাকি,
ভুলেই যাই মনকে মনের প্রপ্প টুকু দিতে |
তবুও তো সে হল ছাড়ে না, ভালবাসার পথ ভোলে না,
নতুন দিনের আশায় বাঁচে, নিস্ব হয়ে যেতে |
Loved it... are we becoming free flow poets?and you say you cant write... You are excellent at anything and everything you do.. and I fall in love with you every new day.
ReplyDelete