Wednesday, July 27, 2011

Shalik swapno guli

আমার মনে, কোনো এক অজানা কোনে, বাস করে একটা শালিক স্বপ্ন|
জানি না সে স্বপ্ন গুলো আকাশ পাবে কি কোন দিন ?
তবু তারা বাঁচে, মনের অলিন্দে, চেতনার ভাজে ভাজে|
স্বপ্নে তা যে তোমায় ঘিরে, দূর অজানা কোনো দেশের খোজে, চলেছি, দুজন মিলে একা. 

জানি না কোথায় আছ তুমি, সুধু জানি আছ মনের মাঝে|
হাত বাড়ালেই পাব না ছুতে তোমায়, মনটা তবু সদাই ছুয়ে থাকে|
দু খন্ডে খন্ডিত মোদের অস্ত্বিত্ব, দুর্বিসহ জালা এ অহেতুক স্বাস প্রশাসে,
দিশাহীন এই দৃষ্টি তোমার অবর্তমানে, বিষাক্ত যেন বাতাস প্রতি নিশ্বাসে|

জানি না আর কতটা পথ বাকি, তুমি যেথায় আমার জন্য অপেক্ষায়,
আমার তুমি, মুক্ত তুমি এ সমাজের বেড়াজাল থেকে, স্বাধীন তুমি মনের কাছে|
মিলে যাবে শরীর দুটি, আত্মা দুটি  তো কবেই মিশেছে পরস্পরে,
রাখবো তোমায় পরম যতনে, আমার মনের ছোট্ট কুরে ঘরে|

ভাগ পাবে না এ পৃথিবী, তোমার রূপে, তোমার গুনের,
তোমার সবে হবে সুধু আমার ই গর্বিত অধিকার|
থাকব দুজনে, নিমজিত দুজনাতে, উদাসীন এই পৃথিবীর প্রতি,
সেদিন শালিক স্বপ্ন গুলো উড়বে ডানা মেলে, পাবেই ওই নীল আকাশটাকে খুঁজে|



1 comment:

  1. ki sanghatik gobhur chinta bodh er kobita
    Asmanya Additiya
    Ami sotii samanya
    Tai tomay somyok anudhabon korte parinaa
    Tomar guner chotay mugdho hote pari..
    Kintoo ami dhoritri noi
    Tomay dharon korte parina..
    Tumi helay jeta korete paro
    Setai sobar kache adhora
    tumi sob kichur urdhye...amar kache Samudragupta

    ReplyDelete