***************************
যদি কোনো দুষ্টু হাওয়া এসে,
যায় উড়িয়ে তোমায় নিয়ে শেষে...
পাড়ি দেয় এক অজানা কোনো দেশে,
তখন তুমি নিয়ে আমায় পাশে,
পারবে যেতে, সেই নতুন দেশের দিশে?
মেঘমালিকার স্নিগ্ধ নরম ছায়ায়,
আবীর রঙের অপার্থীব বেলায়,
ভাসবো দুজন স্বপ্ন রঙের ভেলায়...
আমার হাতে তোমার হাতের ছোয়ায়।
ক্লান্তো দিনের অলস বিষন্নতায়,
স্বপ্ন নয় সত্যিকারের চাওয়ায়,
মিলিয়ে দেবে তোমার মাঝে আমায়।
প্রতিদিন এক নতুন ভোরের আশায়,
নতুন ভাবে নতুন কোনো ভাষায়,
বিকিকিনি শেষ করে নিরবে,
নতুন কোনো প্রানের ইশারাতে,
রাঙ্গিয়ে নেবো নিজের মনের পাতায়,
মুগ্ধো চোখে তোমার ভালবাসায়।।
***************************